আমাদের ছোট গাড়ী
Esteem Soft 14 September 2015 7189 Last Updated : 10:55 PM 25 January 2016
আমাদের ছোট গাড়ী
Muhammad Saifur Rahman
আমাদের ছোট গাড়ী
চলে বাঁকে বাকে
বসিলে সকলে মিলে
হাটু লেগে থাকে।
চলিলে জোরে গাড়ী
ক্যাঁচ ক্যাঁচ করে
মারিলে হর্ণ তাহার
বাতি নিভে জ্বলে।
ড্রাইভার যেই হোক
মাথা যায় গুলে
বলিলে ডানে যেতে
বাম দিকে চলে।
ইঞ্জিন গরম হলে
সীটে আসে ওঁম
শীতকালে আরামেতে
এসে যায় ঘুম।
হর ফর ফ্যান ওয়ালা
বাতাসেতে বসে,
ভুল করে বলি মোরা
এসি গাড়ী এযে!
'যাই বলি তাই বলি
বরকতি ভাই-
আমাদের ছোট গাড়ীর
তুলনাই নাই।'
Last Updated : 10:55 PM 25 January 2016