আবার আসব ফিরে

আবার আসব ফিরে

Esteem Soft   05 July 2017   5779 Last Updated : 02:40 PM 25 October 2017

আবার আসব ফিরে

Muhammad Saifur Rahman

আবার আসব ফিরে এই ঢাকায়

জানজটের মধুময় যন্ত্রনায়।

বারবার এড়াতে চেয়েও পারিনা 

ঈদের দীর্ঘ ছুটি শেষে

সন্ধ্যার শ্রান্ত কাকের ডাকের মত 

ছুটে চলা মানুষের মিছিলে 

ফিরে আসি আমরা - এই ঢাকায় ।

Last Updated : 02:40 PM 25 October 2017